How and Where to read comics!

অনেকেই জিজ্ঞেস করেন কমিক কিভাবে পড়বো বা কোত্থেকে পড়বো? তাদের জন্যেই আজকের আয়োজন

কমিক প্রধানত দুই ভাবে পড়তে পারেন।
  • হার্ডকপি বা ফিজিক্যালকপি
  • অনলাইনকপি
হার্ডকপি এর আসলকপি আপনি Amazon অথবা Jamil Comics এর মাধ্যমে অর্ডার করতে পারেন।
আর এছাড়াও হার্ডকপি এর দেশী প্রিন্ট কমদামে ফেসবুকের কয়েকটা পেজ বিক্রি করে থাকে এর মধ্যে অন্যতম হলো পুথিমালা ও Bookland এ।

আর অনলাইন কপি লিগ্যালি পড়তে চাইলে Comixology, Marvel Unlimited ও DC Universe Infinite এ সাবস্ক্রাইব করে তা থেকে পড়তে পারেন টাকার বিনিময়ে। এছাড়াও এই এপগুলোয় কিছু ফ্রি কমিক ও রয়েছে।

আর পাইরেসি করে পড়তে চাইলে রয়েছে Readcomics ও Getcomics এর অনলাইন সাইট।
Readcomics এ অনলাইনেই পড়া যায়।
Getcomics থেকে ডাউনলোড করে পড়তে হয় সেক্ষেত্রে CBR reader এপ লাগে যেটা playstore এই পাবেন।

আরেকটা এপ রয়েছে Tachiyomi যার মাধ্যমেও কমিক পড়া যায়। Tachiyomi ব্যাবহার করার নিয়ম লিংক এ দিয়ে দিচ্ছি।


আপনি যদি আমার মত নিতান্তই Broke হন, তাহলে Piracy করেন অসুবিধা নেই। তবে যদি সামর্থ্য থাকে টাকা দিয়ে কিনে পড়বেন বা কালেকশন বানাবেন 💖 That's much Appreciated 💖

এ তো গেলো কিভাবে কমিক পড়বেন।
আর কমিক পড়া শুরু কিভাবে করবেন তা জানতে চাইলে নিচের লিংক গুলো থেকে ঢু মেরে আসেন!

Marvel Comic Starting Point: https://cutt.ly/marvelcomicr
DC Comic Starting Point: https://cutt.ly/dccomicr





Post a Comment (0)
Previous Post Next Post