Moon Knight Gods Explained

মিশরীয় মিথলোজি তে Ennead নামের একটি দল আছে যাতে মিশরীয় নয় দেবতা নিয়ে গঠিত। এদেরকে আমরা Moon Knight এর ৩নং এপিসোডে দেখতে পাই। সেখানে নতুন ৫ জন সহ মোট ৭ জন গড কে দেখানো হয়। তারা হলো
  • Khonshu: God of Moon
  • Ammit: Devourer of Dead
  • Horus: God of Justice and Retribution
  • Isis: God of fertility and domestication
  • Tefnut: God of Rain
  • Osiris: God of Dead
  • Hathor: God of Music and Love
এছাড়াও কমিকে আরো দুজন গড ছিলো তাদের দলে। তারা হলোঃ
  • Anubis: God of Death
  • Seth: God of War
আবার এপিসোড ৪ এর শেষে আমরা এক Hippopotamus রুপী গড কে দেখতে পাই যে হলো Taweret. যে কিনা God of Childbirth, Fertility and Rejuvenation. তবে Tawret এর মার্ভেল কমিকে কোনো ইতিহাস নেই এবং মিশরীয় গড হওয়া সত্বেও সে Ennead এ অন্তর্ভূক্ত ছিলোনা। Rejuvenation এর বাংলা অর্থ পুনরজ্জীবন। 











Post a Comment (0)
Previous Post Next Post