Marvel Comic Starting Point

The Beginning :

যদি আপনি সম্পূর্ন Marvel Universe সম্পর্কে সবকিছু জানতে চান, তাহলে এর একটাই রাস্তা একদম প্রথম থেকে শুরু করা। তবে কাউকে সহজে এভাবে পড়ার জন্য পরামর্শ দিবোনা। একদম প্রথম থেকে পড়লে হয়তোবা আপনি সব ইভেন্ট ও ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবেন তবে এত সময় ব্যায় করে হাজার হাজার ইস্যু পড়ে শেষ করা কারো পক্ষে সম্ভব না।

এর পরিবর্তে শুধু আপনার পছন্দের যেকোনো ক্যারেক্টারের সাথে সম্পর্কিত সকল ইস্যু সেই শুরু থেকে পড়ে শেষ করতে পারেন অথবা যেকোনো ইভেন্ট ধরে সেই ইভেন্ট এর সব পড়ে শেষ করতে পারেন। এছাড়াও অনেক Stand-Alone, One-Shot ও Limited Series আছে যা পড়তে আগের কোনো কমিক সম্পর্কে জানা লাগেনা, সেগুলো ও বেছে বেছে পড়তে পারেন। 

আর নিচের Starting Point গুলো থেকে পড়তে চাইলে সেই Starting Point এর ইভেন্টটি থেকে এর পরের সকল ইভেন্টগুলো পড়লেই হবে। ইভেন্ট টাইমলাইনের লিংক সবার শেষে দেয়া হলো।

Avengers Disassembled :

Marvel Comic এর বর্তমান যুগের শুরু হয় Avengers Disassembled (2004) এর মাধ্যমে। এই ইভেন্টটি ছিলো আধুনিক যুগের ক্রসওভার সিরিজের সূচনা। যারা মার্ভেল কমিকের বর্তমান যুগ সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এটি ভালো একটি Starting Point. New X-Men #114-156 এর পরপর ই Avengers Disassembled ইভেন্টটি সংঘটিত হয়, যা ইভেন্টটির বিল্ডাপ তৈরী করে, তাই সেটি আগে পড়ার অনুরোধ রইলো। এছাড়াও এটি Modern X-Men যুগের সূচনাবিন্দুও বটে।

Marvel Now! :

Marvel Now! ২০১২ সালে মার্ভেল কমিক এর সম্পূর্ন Relaunch যা নতুন পাঠকদের জন্য একটি Jumping Point প্রদান করে। এর আগে শুধু Uncanny X-Force #1-35 (2010) পড়ে নিলেই হবে। এছাড়াও Avengers vs. X-men ও পড়ে নিতে পারেন যাতে আপনার সম্পূর্ন ধারনা আসবে। 

All-New All-Different Marvel :

সর্বশেষ জাম্পিং পয়েন্ট হচ্ছে All-New All-Different Marvel যা Secret Wars (2015) এর পর শুরু হয়। মার্ভেলের সবগুলো কমিক সিরিজ এই সময়ে নতুন করে Relaunch করা হয় যা নতুন পাঠক দের জন্য আদর্শ। এর আগে Jonathon Hickman's Marvel Reading Order ও Secret Wars (2015) পড়লেই বুঝতে পারবেন কেনো ও কি হচ্ছে এই All-New All-Different Marvel এ।

Jonathon Hickman's Marvel Reading Order : https://cutt.ly/jhsecretwar

A Fresh Start :

এটি মার্ভেল কমিকের সম্প্রতি বের হওয়া নতুন জাম্পিং পয়েন্ট। এতে Avengers ও X-Men এর সকল অরিজিনাল মেম্বারদের ফিরিয়ে এনে নতুন করে সিরিজ চালু করা হয়েছে। বর্তমানে এই স্টোরী ই আগাচ্ছে। এছাড়াও এতে অনেক One-Shot ও Limited-Series ও প্রকাশ পেয়েছে।

Alternate Universe :

Main Marvel Universe এর পাশাপাশি আরো কিছু alternate universes রয়েছে যা আলাদা করে পড়া যায়। এগুলোর মধ্যে প্রায় সবই stand-alone এবং খুব কমই main universe এর সাথে crossover করে. এগুলো হলোঃ 
  • Ultimate Marvel
  • Marvel 2099
  • Marvel MC2
  • Earth X
  • Marvel Zombies

Marvel event timeline: https://cutt.ly/marvelevent

How to read comics: https://cutt.ly/readcomics




Post a Comment (0)
Previous Post Next Post