DC Comic Starting Point

The Beginning :

যদি আপনি সম্পূর্ন DC Universe সম্পর্কে সবকিছু জানতে চান, তাহলে এর একটাই রাস্তা একদম প্রথম থেকে শুরু করা। তবে কাউকে সহজে এভাবে পড়ার জন্য পরামর্শ দিবোনা। একদম প্রথম থেকে পড়লে হয়তোবা আপনি সব ইভেন্ট ও ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবেন তবে এত সময় ব্যায় করে হাজার হাজার ইস্যু পড়ে শেষ করা কারো পক্ষে সম্ভব না।

এর পরিবর্তে শুধু আপনার পছন্দের যেকোনো ক্যারেক্টারের সাথে সম্পর্কিত সকল ইস্যু সেই শুরু থেকে পড়ে শেষ করতে পারেন অথবা যেকোনো ইভেন্ট ধরে সেই ইভেন্ট এর সব পড়ে শেষ করতে পারেন। এছাড়াও অনেক Stand-Alone, One-Shot ও Limited Series আছে যা পড়তে আগের কোনো কমিক সম্পর্কে জানা লাগেনা, সেগুলো ও বেছে বেছে পড়তে পারেন।

আর নিচের Starting Point গুলো থেকে পড়তে চাইলে সেই Starting Point এর ইভেন্টটি থেকে এর পরের সকল ইভেন্টগুলো পড়লেই হবে। ইভেন্ট টাইমলাইনের লিংক সবার শেষে দেয়া হলো।

Post-Crisis :

Crisis on Infinite Earths (1985) ইভেন্ট এর মাধ্যমে DC কমিকের Golden ও Silver Age শেষ ও এক নতুন যুগের শুরু হয়। এর আগের যুগকে Pre-Crisis ও পরের যুগকে Post-Crisis বলে উল্লেখিত করা হয়। এর মাধ্যমে প্রায় সকল ক্যারেক্টার কে নতুন ও আপডেটেড অরিজিন দিয়ে Relaunch করা হয়েছিলো। 

Infinite Crisis: 

Infinite Crisis (2005) হচ্ছে Crisis on Infinite Earth এর সিক্যুয়েল এবং এই ইভেন্ট এরপর থেকে পড়া শুরু করার এক আদর্শ স্থান। এই ইভেন্ট টি হওয়ার পর সব কমিক সিরিজের ভেতরকার সময় এক বছর এগিয়ে যায় এবং নতুন গল্পের শুরু হয়। এর জন্য আপনি প্রথমে Identity Crisis (2004) ও Countdown to Infinite Crisis (2005) থেকে পড়া শুরু করে এগিয়ে যেতে পারেন এবং Infinite Crisis এর পরের একবছরের মধ্যকার ঘটনা জানতে 52 (2006) পড়তে পারেন।

New 52 :

New 52 ছিলো ২০১১ সালে প্রতিটি DC কমিকের Line-Wide Relaunch. এটি নতুন পাঠকদের জন্যই বিশেষভাবে তৈরী করা হয়েছিলো। যদিও এটি অনেক আলোচিত, সমালোচিত তবে নতুন পাঠকরা খুব সহজেই Flashpoint (2011) থেকে শুরু করে DC কমিকের জগতে ডুব দিতে পারেন। এর আগে The Flash #8-#12 পড়ে নিলেই হবে।

New 52 Comic Events: https://cutt.ly/dc-new52

DC Rebirth: 

সর্বশেষ জাম্পিং পয়েন্ট হলো DC Rebirth. যা মূলত Flashpoint (2011) এর আগের ইউনিভার্স কে পুনরুদ্ধার করে আনে। যদিও এখানে New 52 এর অনেক কিছুই অন্তর্ভূক্ত আছে তবে প্রায় প্রতিটা সিরিজ ই পুনরায় চালু করা হয়েছে New 52 এর আগের ঘটনাকে সাক্ষী রেখে। এটিও নতুন পাঠকদের জন্য এক Starting Point.

Crisis Events:

DC Universe এর অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল Crisis Events. এগুলি পুরো DC Multiverse এর জন্য প্রধান পরিণতি নির্ধারন এবং সাধারণত প্রতিটি ইভেন্টের পরে একটি নতুন স্থিতাবস্থা থাকে। অর্থাৎ প্রায় নতুন করে গল্পের শুরু হয়।
  • Crisis on Infinite Earths
  • Zero Hour: Crisis in Time
  • Identity Crisis
  • Infinite Crisis
  • Final Crisis
  • Flashpoint
  • Convergence

DC event Timeline: https://cutt.ly/dcevent

How to read comics: https://cutt.ly/readcomics





Post a Comment (0)
Previous Post Next Post