প্রথমেই বলি এক্স মেন মুভি গুলা অরিজিনাল টাইমলাইন এর সাপেক্ষে ভুল ক্রমানুসারে রিলিজ হয়েছে অর্থাৎ রিলিজ ডেট হিসেবে দেখলে আগাগোড়া কিছুই বোঝা অসম্ভব
Time Order:
- X-Men: First Class (set in 1962, released in 2011)
- X-Men: Days of Future Past (set in 1973, released in 2014)
- X-Men Origins: Wolverine (set in 1981, released in 2009)
- X-Men: Apocalypse (set in 1983, released in 2016)
- X-Men: Dark Phoenix (set in 1992, released in 2019)
- X-Men (set in 2000, released in 2000)
- X2: X-Men United (set in 2003, released in 2003)
- X-Men: The Last Stand (set in 2006, released in 2006)
- The Wolverine (set in 2013, released in 2013)
- Deadpool (set in 2016, released in 2016)
- Deadpool 2 (2018, released in 2018)
- Logan (2029, released in 2017)
- The New Mutants
মজার ব্যাপার হল Xmen সিরিজের মুভিগুলার টাইমলাইন দুটি। X-men: Days of future past মুভিটা পুরো Xmen এর টাইমলাইন পাল্টে দিয়েছে।
Timeline A
X-Men: First Class
X-men Origins: Wolverine
X-Men
X2: X-Men United
X-Men: The Last Stand
The Wolverine
X-Men: Days of Future Past
Timeline B
X-Men: Days of Future Past
X-Men: Apocalypse
X-Men: Dark Phoenix
Deadpool
Deadpool 2
Logan
The New Mutants
অরিজিনাল টাইমলাইন এ Wolverine Admantium Claws পাওয়ার পরই ২০০১ তে রিলিজ পাওয়া 'X-Men' এবং এর পরের মুভিগুলা যেমন X2, Xmen Last stand এবং The wolverine এর ইভেন্ট চলে। কিন্তু মজার ব্যাপার হল এই অরিজিনাল টাইমলাইনে X-Men: Apocalypse এর কোনো ইভেন্ট হয় নাহ।
আমরা দেখেছি X-Men Last Stand এ Cyclops and Professor X কে Jean Grey মেরে ফেলে। আবার Jean Grey কে মারে Wolverine। এটা ঘটেছে অরিজিনাল টাইমলাইনে। কিন্তু ২০১৩ সালে প্রফেসর এক্স আবার ফিরে আসে। তিনি লোগানের সাহায্য চান Sentinels( Mutunt নাশক রোবট) দের সাথে লড়তে। এখানে প্রশ্ন থাকে যেহেতু The Wolverine and The Last Stand একই টাইমলাইনে, তাহলে প্রফেসর এক্স কিভাবে ফিরলেন? যারা এ প্রশ্নটি করবেন, তারা মনে হয় X Men Last Stand এর Ending দেখেন নাই। যদিও নির্মাতারা প্রফেসর এক্স এর জিবিত থাকাকে সাস্পেন্স দেখাতে চেয়েছেন, তবুও আমরা একটু মাথা খাটালেই একটি থিওরি দাড় করাতে পারি। প্রফেসর এক্স কে Jean মারার কিছুদিন আগে আমরা মুভিতে দেখি Prof. X তার Students দের একটি কোমায় চলে যাওয়া ব্যাক্তিকে দেখাচ্ছিলেন এবং বলছিলেন 'What If I could transfer my consciousness into this person" কিন্তু ওই ব্যাক্তির চেহারা কখনো দেখানো হয় নি। এ থিওরি অনুযায়ী ওই লোক ছিলেন Prof. x এর যমজ ভাই যিনি কিনা অনেক বছর ধরে কোমায় ছিলেন। আমরা জানি প্রফেসার এক্স পৃথিবির বেস্ট Telepath । তার জন্য এটা করা একদম ডালভাত।কিন্তু এটিকে নির্মাতারা সাস্পেন্স রাখতে চেয়েছেন। তাই তারা আমাদের কোনো দিন ও এ ব্যাপারে বলবেন নাহ।
আর এখানেই শেষ হয় অরিজিনাল টাইমলাইন। অর্থ্যাৎ, অরিজিনাল টাইমলাইনে Deadpool আর Logan এর ইভেন্ট ও নাই, মানে হল এই টাইম লাইনে Wolverine এখনো জীবিত।
★★★ X-Men: Days Of Future Past - The Game Changer ★★★
এখানে ২০২৩ সাল দেখানো হয়েছে। আসলে এ মুভির কিছু অরিজিনাল টাইম লাইন এর। যেহেতু অরিজিনাল টাইম লাইনে Mystic ধরা পড়েছে, তাই Scientists রা তার ডিএনএ দিয়ে ভয়ানক Sentinels বানিয়েছে। এজন্য Mutant রা ধ্বংসের মুখে। Mutant দের বাচাতে হলে Mystic কে পাস্ট এ গিয়ে বাচাতে হবে। এজন্য Wolverine পাস্টে ১৯৭৩ সালে গিয়ে আসলেই তাকে বাচায়। এতে হিস্টোরি Change হয়ে যায়। Mutant এবং মানুষ একত্র হয়ে যায়। শুরু হয় নতুন টাইমলাইন। এ টাইম লাইনই এখন চলছে। এ টাইম লাইনে X men Apocalypse এর ইভেন্ট হয়। কিন্তু এ টাইম লাইনে Xmen,X2, Last stand,The wolverine. এর কোনো ইভেন্ট নাই। কিন্তু Deadpool আর Logan এর ইভেন্ট গুলা আছে। এ নতুন টাইম লাইনে Professor X Cyclops jean grey সবাই জীবিত আছে। Days of future past এর লাস্টে লোগান কিন্তু সেই ২০২৩ সালেই চলে যায়। এ ফিল্মের জন্যই ডেডপুল ফিরে আসে ২০১৬ সালে। Xmen এর Future এর অনেক ফিল্ম ই এ টাইম লাইনে চলবে।
♦♦♦ UNSOLVED ♦♦♦
হ্যা এত কিছুর পরও কিছু জিনিস Unsolved থেকে যায়। যেমন, প্রফেসর এক্স Xmen Origins wolverine(১৯৮৩) মুভির শেষে আসেন লোগান কে নিতে। কিন্তু তখন তিনি বয়স্ক ছিলেন এবং হাটতে পারতেন। কিন্তু আমরা জানি Xmen First Class এ তার পা কার্যক্ষমতা হারায়। আবার Xmen Apocalypse(১৯৮৩) এ তাকে হাটতে অক্ষম ও জোয়ান দেখানো হয়েছে। এটা ক্যাম্নে সম্ভব? অনেকে বলবেন Xmen Apocalypse তো Changed time line এর। কিন্তু এখানে শুধু টাইম লাইন Change হয়ছে সময় আগে পিছে যায় নাই।
♠♠ UNSOLVED 2 ♠♠
LOGAN মুভি হল নিউ টাইমলাইনের মুভি। মানে এখানে সবাই জীবিত থাকার কথা। কিন্তু এ মুভিতে তাদের ব্যাপারে কিচ্ছুই বলা হল নাহ। আপনারা বলতে পারেন Logan solo মুভি তাই এমন হইছে। কিন্তু অইসব mutant দের নিয়ে কোনো ভবিষ্যতে মুভিও নাই। তারা কি হাওয়ায় মিলিয়ে গেল? আর প্রফেসর এক্স এর Xavier's স্কুলের ই বা কি হল?
♣♣ UNSOLVED 3 ♣♣
LOGAN মুভিটার সময়কাল ২০২৯ সাল। মানে ২০১৮ থেকে আরও ১৯ বছর পর। যেহেতু এ মুভিতে logan ২০২৯ সালে মারা গেছে, তার মানে তা বর্তমানে সে জীবিত। আর তার মানে কি লোগান ২টি টাইম লাইনেই এখনো জীবিত।