"As long as the Black Blade blazes darkly in my hand, I must fight on... No matter what the cost!"
- Black Knight (Dane Whiteman)
Black Knight একটি উপাধি যা মূলত Ebony Blade এর চালকদের বলা হয়ে থাকে। Ebony Blade একটি Magical Sword যা একটি উল্কা থেকে তৈরী করা হয়েছে এবং জাদুকর Merlin এর উপর তার জাদুবিদ্যার প্রয়োগ করে একে বিশেষভাবে শক্তিশালী করে তুলেছে। এখন পর্যন্ত অনেকেই এই Ebony Blade হাতে তুলেছে এবং Black Knight উপাধি পেয়েছে। এখন পর্যন্ত যারা Black Knight হয়েছে তাদের মধ্যে পরিচিত মুখগুলো হলোঃ
- Sir Percy of Scandia (প্রথম Black Knight, যে কিনা 6th Century এর সময়ে সক্রিয় ছিলো)
- Nathan Garrett (Sir Percy এর বংশধর এবং Masters of Evil এর সদস্য)
- Dane Whitman
এদের ছাড়াও আরও অনেকেই Black Knight উপাধি নিয়ে কাজ করেছে। তারা প্রায় সবাই ই প্রথম Black Knight Sir Percy এর বংশধর। Dane Whitman কে মডার্ন যুগের Black Knight বলা হয়ে থাকে এবং অলরেডি তাকে আমরা Eternals মুভিতে দেখতে পেয়েছি যাতে Kit Harrington অভিনয় করছেন।
কমিক অরিজিনে Dane Whitman ম্যাসাচুসেটস এর এক ধনী পরিবারে জন্মগ্রহন করেন। যুবক বয়সে সে Ashima Chopra এর সাথে সম্পর্কে জড়ায় পরবর্তীতে যার ক্যান্সারে মৃত্যু হয়। মৃত্যুর আগে সে গোপনে তাদের কন্যাসন্তানের জন্ম দিয়ে যায় যার নাম Jackie.
পরবর্তীতে সে Physics নিয়ে পড়াশোনা করে। মৃত্যুর পূর্বে তার চাচা Nathan Garrett তার গোপন পরিচয় সম্পর্কে তাকে জানায়, যে কিনা Black Knight নামের এক ভিলেন ও Masters of Evil এর সদস্য। এরপর Nathan Garrette এর সম্পত্তির মালিক হয় Dane. সেখানে সে Ebony Blade খুঁজে পায় যার পর Sir Percy এর আত্মা তার সামনে এসে তাকে এই ব্লেডের ইতিহাস ও অভিশাপ সম্পর্কে জানায়। Sir Percy এর বংশধরেরাই এই ব্লেড তুলতে পেরেছে এবং এখন পর্যন্ত যারাই এই ব্লেড হাতে তুলে তাদের হাত রক্তে রঞ্জিত করেছে তারা সবাই ই একসময়ে পাগল হয়ে কোনো না ভাবে খুন হয়েছে। এই ব্লেডের কারনেই Sir Percy এর আত্মা পৃথিবী হতে মুক্ত হতে পারছে না। এর পরিপ্রেক্ষিতে সে তার আত্মা কে মুক্ত করে দেয় এবং তার বংশের দুর্নাম দূর করার জন্য ভিলেন না হয়ে সঠিক ও সত্যের পথে হাতিয়ার চালানোর সিদ্ধান্ত নেয়।
Avengers এর সাথে মুখোমুখি হওয়ার পর সবাই তাকে Nathan মনে করে তার উপর হামলা করে। কিন্তু পরে সে সব খুলে বললে তারা তাদের ভূল বুঝতে পারে। কিন্তু এতেও তাদের বিশ্বাস অর্জন না হওয়ায় সে Masters of Evil এ যোগ দিয়ে ভেতর থেকে তাদের উপর গোপনে হামলা করে তাদের হারাতে Avengers দেরকে সাহায্য করে এবং নিজেকে প্রমান করে Avengers এর অস্থায়ী সদস্যপদ লাভ করে।
অপরদিকে Kang the Conqueror একটি গেম জিতার মাধ্যমে Grandmaster এর কাছ থেকে Avengers দের হারানোর ক্ষমতা পুরষ্কার হিসেবে পায়। সেই গেমে Dane; Goliath (Hawkeye) কে সহায়তা করে তার প্রতিপক্ষ Whizzer কে হারাতে। এরপর Kang the Conqueror Avengers এর উপর হামলা করে। যেহেতু Dane Avengers এর পূর্ন সদস্য হয়নি তখনো তাই তার উপর Kang এর ক্ষমতা কাজ করেনা। সে খুব সহজেই Kang কে হারিয়ে Avengers এর মেম্বার দের বিশ্বাস জয় করে পূর্ন সদস্য হিসেবে Avengers এ যোগ দেয়।
Powers & Abilities:
- Physical Strength: Like an normal human male
- Gifted Scientist
- Expert Swordsman
- Expert Horseman: Aragorn, Strider, Valinor নামে Horse গুলো সে ব্যাবহার করে যারা উড়তে পারে।
- Skilled Martial Artist
- Skilled Tactician & Strategist
Weapons and Equipments:
- Ebony Blade:
- Admentium এর মত যেকোনো শক্তিশালী ধাতু বা ম্যাজিকাল ওয়েপন ভেঙ্গে ফেলতে পারে।
- ম্যাজিকাল ব্যারিয়ার ভেঙ্গে ফেলতে পারে
- শক্তি প্রতিফলিত করতে পারে
- সকল প্রকার শক্তি শোষন করতে পারে
- অস্থায়ী অমরত্ব প্রদান করে।
- আত্মা শোষন করে।
- ম্যাজিকাল যেকোনো শক্তি থেকে সুরক্ষা প্রদান করে
- Healing Factor
- Power Lance
- Neural Sword
- Photon Shield
- Avalonian Facility: Avalon বলার সাথে সাথে তার কাছে এক বিশেষ Armor, Shield of Night, Sword of Light ও Strider নামক এক উড়ন্ত ঘোড়া উপস্থিত হয়।
Team Affliation:
- Avengers
- Defenders
- Heroes for Hire
- MI13
- Excalibur
Trivia:
- England এ তার টেলিফোন নাম্বার 01-552-8210.
- তার মেয়ে Jackie ও পরবর্তীতে Black Knight এর আইডেন্টিটি গ্রহন করে।
- Eternals মুভির মাধ্যমে Black Knight কে বড় পর্দায় পরিচিত করা হয়েছে এবং আশা করা যাচ্ছে তাকে Midnight Sons টিমে অন্তর্ভূক্ত করা হবে।
- কমিকেও Sersi এর সাথে তার রোমান্টিক সম্পর্ক ছিলো।
- এক অল্টারনেট ইউনিভার্সে Dane Whitman একজন ভিলেন যার নাম Proctor. তার একটাই মিশন, সকল ইউনিভার্সের Sersi কে মেরে ফেলা।
Thanks for posting this origins.Had a lovely reading
ReplyDelete