Loki's Different Versions

আসন্ন Loki সিরিজে Loki এর বিভিন্ন অল্টারনেট ভার্সন এর দেখা পাওয়া যেতে পারে বলে Rumour রয়েছে। তাই তার কিছু অল্টারনেট ভার্সন এর পরিচয় এখানে তুলে ধরা হলো।


Loki:

Loki - কে কে না চেনে। God of Mischief ও Prince of Lies নামে যে অধিক পরিচিত। মেইনস্ট্রিম টাইমলাইন অর্থাৎ Earth-616 এর Loki কেই প্রধান Loki হিসেবে ধরা হয়। Jotunheim এর Frost Giant দের রাজা King Laufey এর পুত্র সে। King Laufey এর সাথে Asgard এর রাজা Odin এর যুদ্ধ এর পর Loki কে করুন অবস্থায় দেখে তাকে সে Asgard এ নিয়ে এসে নিজের সন্তানের মতো লালন-পালন করে বড় করে তোলে। কিন্তু ক্ষমতার প্রতি লোভ এর কারনে সে শেষমেশ নিজের আপনদের বিরুদ্ধেই লড়াই করা শুরু করে। হয়ে ওঠে God of Mischief!


About Loki:

  • Real Name: Loki Laufeyson
  • Gender: Male
  • Eyes: Green
  • Hair: Black
  • Height: 6′4″ (1.93 m)
  • Weight: 525 lbs (238.14 kg)
  • Origin: Frost Giant
  • Citizenship: Asgardian
  • Reality: Earth-616
  • First Appearance: Journey into Mystery #85 (October, 1962)


Lady Loki:

Ragnarok ইভেন্ট এর পর সব Asgardian দের মতো তার ও মৃত্যু ঘটে এবং সে পুনরায় আবার আগমন ও করে। কিন্তু এবার সে Lady Sif এর দেহে অবস্থান নেয় এবং পূনর্জন্ম নেওয়া Asgardian দের বিশ্বাস জেতা শুরু করে। কিন্তু অভ্যাস অভ্যাস-ই থেকে যায়, শীঘ্রই সে তার আসল রূপ God of Mischief এ ফিরে আসে এবং Doctor Doom এর বিশ্বস্ত হয়ে উঠে। Lady Sif ফিরে আসার পর সে তার আসল পুরুষ রূপে ফিরে আসে এবং যার পরপর ই Siege (2010) কমিক ইভেন্ট শুরু হয়।
  • Reality: Earth-616
  • First Apperance: Thor #5 (January, 2008)


Kid Loki:

Seige (May, 2010) কমিক ইভেন্টের শেষে Avengers দের Sentry এর ডুয়াল পার্সোনালিটি Void এর হাত থেকে বাঁচাতে গিয়ে Loki নিজেকে উৎসর্গ করে। সে সেখানে মারা গেলেও তার মৃত্যু পারমানেন্ট ছিলো না, সে আবার পূনর্জন্ম নেয় কিশোর হিসেবে। কিন্তু পূনর্জন্ম নিলেও তার আগের কোনো স্মৃতি ই মনে ছিলোনা, শুধুমাত্র ঘুমানোর সময় সে তার আগের জন্মের অনেক কিছু স্বপ্নে দেখতো যা সে দুঃস্বপ্ন মনে করতো। Thor তাকে সাহায্য করার জন্য Asgard এ নিয়ে যায় তাকে সাহায্য করার জন্য যেখানে তার বিকাশ ঘটে।
  • Reality: Earth-616
  • First Appearance: Thor #617 (November, 2010)



Post a Comment (0)
Previous Post Next Post